বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষের জীবনমানও উন্নত হচ্ছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
সকালে গাইবান্ধার সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ নারী প্রধান পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে আগামী ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহম্মেদ, সাঘাটার থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি