নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ভোরে গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলী ফজরের নামজ পড়তে মসজিদে যান। বাড়িতে তার স্ত্রী একাই ছিলেন।
এসময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে মনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহতাবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি