পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি বলেছেন, পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মহা-পরিদর্শক বলেন, বাংলাদেশ পুলিশকে আরো আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যে এ বাহিনীর লোকবল বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে তাদের সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তনে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যশোর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিজয় উৎসবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সমিতির অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি