মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
ভোরে উপজেলার পাল্লাথল চা–বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে কুপিয়ে জখম করেন।
এসময় তাকে ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশীকেও কুপিয়ে জখম করেন নির্মল। ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
বড়লেখা থানার এএসআই রোকসানা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্মল মাদকাসক্ত ছিলেন। তিনি ছাড়া নিহত চারজনই ওই চা–বাগানে কাজ করতেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি