দুর্নীতিবাজরা শক্তিশালী আর ক্ষমতাবান হলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ কেউ বাদ যাবে না। সে যত বড় আমলা বা রাজনীতিক হন না কেন।
এ সময় তিনি দুর্নীতি দমনে জেলা প্রশাসককে কঠোর হওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি