এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে র্যাডিক্যাল চেঞ্জ এনেছেন। তার লিডারশিপের কারণেই এটি হয়েছে।
আজ (শনিবার) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, স্মার্ট মানে উৎকৃষ্ট। সিটিতে অনেক উপাদান আছে। সব উপাদান স্মার্ট হলেই সিটি স্মার্ট হবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এমএ লতিফ, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, চুয়েটের উপাচার্য ড. রফিকুল আলমসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি