মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা না করতে ডাক্তারদের সতর্ক করলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ (শনিবার) দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলার ৪টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় তিনি স্থানীয় রাস্তার নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করার আহ্বান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নেছার আহমদ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি