করোনা ভাইরাস শনাক্তে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে সর্তকতা জারি করা হয়েছে।
আজ (রোববার) সকাল থেকে ভোমরা ইমিগ্রেশনে বসানো হয়েছে মেডিকেল টিম। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গ দেখা দিলেই সিভিল সার্জনকে অবহিত করার জন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক একটি পত্র পাঠানো হয়েছে।
যে সকল যাত্রীদের মধ্যে এ ভাইরাসের লক্ষণসমূহ দেখা যাবে তাদের সদর হাসপাতালের নির্দিষ্ট স্থানে রেখে সেবা দেয়া হবে। একইসঙ্গে উপসর্গের নমুণা সংগ্রহ করে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরকে পাঠানো হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি