টেকনাফে বিজিবি’র অভিযানে দমদমিয়া এলাকা থেকে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ফয়সাল হাসান খান।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি আশি লক্ষ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি