ঝালকাঠির রাজাপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার কেওতা গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে এ ঘটনায় নিহত আব্দুর রহমানের দাদা বাদী হয়ে তার ছোট নাতি আব্দুল্লাহকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আব্দুল্লাহ।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত রাতে কেক খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে আব্দুল্লাহ, বড় ভাই আব্দুর রহমানকে দা দিয়ে মাথায় কোপ দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি