দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবীর পূজা। পরে অঞ্জলী, আশির্বাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, পিরোজপুরের বাটনাতলায় শিক্ষার্থীদের অঞ্জলির মধ্যে দিয়ে শুরু হয় সরস্বতী পূজা। পঞ্চম তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরনে পুস্পার্ঘ্য অর্পন করেন অগণিত ভক্ত।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা স্থাপন, পূজা, পুষ্প অর্পন ও প্রার্থনার মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শেষ হয়। নবাবগঞ্জ সরকারি কলেজে এ উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি