আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানালেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে নবীণবরণ ও অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
এছাড়া, মুজিব বর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু বিষয়ে একটি নীতিমালা কেবিনেটে পাশ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি