বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ (শনিবার) দুপুরে ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও শোষণমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। আর তার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা।
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়ছর আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম, স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি