দেশের ৬৪টি জেলায় রেলপথ সম্প্রসারণের কাজ চলছে বলে জানালেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ।
আজ (রবিবার) সকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, রেলওয়ে এক সময় স্বকীয়তা হারাতে বসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদূরপ্রসারী পরিকল্পনায় এ রেল আবারও সগৌরবে ফিরে এসেছে।
তার নির্দেশেই ঢাকায় মেট্রো ট্রেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর কাজ চলছে। তিনি রেল ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন।
চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে লাকসাম ও টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, কাজটি শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি