কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গৃহবধূ মারুফা হত্যা মামলায় বাচ্চু মিয়া নামে এক আসামির মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আজ (মঙ্গলবার) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
এছাড়া সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলায় অভিযুক্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির বোন হিমা আক্তার ও ভাই রতন মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।
উল্লেখ্য,২০১৩ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা মারুফা আক্তারকে হত্যা করে। এ ঘটনায় তাড়াইল থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি