দেশে মাদকের তৎপরতা বন্ধে তিনভাগে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ (বুধবার) দুপুরে পতেঙ্গা র্যাব-৭ সদর দফতর সংলগ্ন এলিট হলে আয়োজিত মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে মাদক নির্মূলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুন্দরবন এক সময় জলদস্যু, বনদস্যুদের অভয়ারণ্য ছিল। কিন্তু র্যাবের প্রচেষ্টায় এখন সুন্দরবন জলদস্যুমুক্ত হয়েছে। এছাড়া দেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট কক্সবাজারেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সে কার্যক্রম কমে এসেছে।
পরে পতেঙ্গা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী, মাদক ও জঙ্গিবাদবিরোধী বই বিতরণ করেন মন্ত্রী ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি