বিএনপির নেতিবাচক প্রচারণার কারণে সিটি নির্বাচনে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ (বুধবার) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ঢাকা সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটে কোনো অনিয়ম বা জালিয়াতি হয়েছে এমন অভিযোগ করার কোনো সুযোগ নেই।
এ সময় বেগম জিয়ার মুক্তি ও বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপি সঠিক পথে না গিয়ে আন্দোলনের কথা বলছেন।
আসলে তাদের নেতাকর্মীরাই তার মুক্তি চান না। এটা নিয়ে তারা রাজনীতি করছেন। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি