সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুলাল সরকার নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ (বৃহস্সতিবার)কালে এ দুর্ঘটনা ঘটে। ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ী আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে যায় দুলাল সরকার।
এ সময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি