আগাম বন্যা আসার আগেই নির্দিষ্ট সময়ের ভেতরে বাঁধের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আজ (শনিবার) সকালে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার চন্দ্রসোনারথাল, পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এবার হাওরের পানি নামতে দেরি হয়েছে। তাই বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে। তবে বন্যা আসার আগেই যেভাবে হোক বাঁধ নির্মাণের কাজ শেষ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি