বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। পোকামাকড়ের মত তাদেরকে খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন, র্যাবের মহা-পরিচালক বেনজির আহম্মেদ।
আজ (মঙ্গলবার) সকালে বগুড়া আযিযুল হক কলেজ মাঠে র্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র্যালি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বেনজির আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
পরে তিনি বগুড়া পুলিশ লাইন্স মাঠে ‘জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী’ আলেম-ওলামা সমাবেশে যোগ দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি