কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সে দিকে জেলার কৃষি কর্মকর্তাদের নজর রাখতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে পটুয়াখালীতে ‘আমন সংগ্রহ-২০২০’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার।
কৃষকরা হচ্ছে খাদ্যের যোগান দাতা তাই তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ অন্যরা।
এবার জেলায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ মেট্রিক টন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি