খাদ্য অধিদপ্তরের কোনো কর্মকাণ্ডে দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ (বুধবার) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘আমন সংগ্রহ’ উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় কৃষকদের হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া তালিকা ধরে উপযুক্ত প্রক্রিয়ায় ধান ক্রয়েরও আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি