ভোট না পেলেও আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীর উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, উন্নয়নে পিছিয়ে থাকা রাজশাহীর মানুষদের প্রযুক্তি শিক্ষার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। শেখ কামাল আইটি সেন্টারের মাধ্যমে প্রযুক্তি শিক্ষা নিয়ে এ অঞ্চলের উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী থেকে যুক্ত হন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এদিকে, একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জাতীয় নাট্যোৎসব-২০২০’-এর উদ্বোধন ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি