অবহেলিত উত্তর জনপদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
আজ (সোমবার) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনা কোনো দলমত কিংবা আঞ্চলিক ভেদাভেদে বিশ্বাস করেন না। উনি সারাদেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার যেভাবে কাজ করছে, তাতে এ দেশ উন্নয়নের দেশে রূপান্তরিত হতে আর বেশিদিন বাকি নেই।
এজন্য দলমত নির্বিশেষে সকলের উচিত শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলুসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি