দিনাজপুরের বোচাগঞ্জে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় আইয়ুব আলী নামে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রাতে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়।
এ সময় তারা শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সন্ত্রাসীরা চলে গেলে শালবাগানের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি