ঝালকাঠিতে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় দীর্ঘ সাড়ে ১৪ বছর পর মো. জিয়াউর রহমান ও ফরিদ হোসেন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (বুধবার) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সকালে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে ঝালকাঠি শহর।
এ ঘটনায় ঝালকাঠি থানার তৎকালীন ওসি মো. সোহরাব আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি