দিনাজপুরের নবাবগঞ্জে ও পাবনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) ভোরে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলী নামে দু’জন নিহত হয়।
পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার জানান, আটককৃত ওই দু’জনের দেয়া তথ্য অনুযায়ী তাদের নিয়ে ভোরে পুলিশ ছোট মাগুরা গ্রামে অভিযানে যায়।
এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থল থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, পাবনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হাব্বান আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত হাব্বান একজন শীর্ষ সন্ত্রাসী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি