দিনাজপুরের বিরলে কিবরিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে মোটরসাইকেল যোগে কিবরিয়া ও তার বন্ধু দুলাল বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা তাদের পথ গতিরোধ করে।
এ সময় দুলাল পালিয়ে যায়। দূবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে কিবরিয়াকে কোপাতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী ছুঁটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
পরে আহতাবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি