সিরাজগঞ্জ সদর উপজেলায় গণধর্ষণ মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার)দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় ৬ আসামির মধ্যে ৪ আসামি আদালতে উপস্থিত ছিলো। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২০ এপ্রিল ওই তরুণীকে আসামিরা দলবেঁধে ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিতার বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আজ আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি