শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের প্রতিটি জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় নব-প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে বর্তমান সরকার সাম্প্রতিক বছরগুলোতে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হচ্ছে।
এ সময় তিনি শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি