অবশেষে দুদকের দায়ের করা মামলায় স্ত্রীসহ জামিন পেয়েছেন পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এ.কে.এম.এ আউয়াল।
বিকেলে, আউয়ালকে জামিন দেন জেলা দায়রা জজ নাহিদ নাছরিন। এর আগে একই দিন দুপুরে তিনি জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ আদেশের পর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান তার দায়িত্ব অতিরিক্ত জেলা দায়রা জজ নাহিদ নাছরিনকে বুঝিয়ে দেন। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতাবলে এ জামিন দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি