মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।
আজ (শনিবার) দুপুরে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, আহত ছয় জনের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এ ঘটনা নিশ্চিত করেন। হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, ৮ যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান চালকসহ দু’জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি