করোনা ভাইরাসের কারণে দেশের সব স্থলবন্দর দিয়ে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এ নিষেধাজ্ঞা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক মহসিন খান জানান, শুক্রবার বিকেল ৫টার পর থেকে ভ্রমণে আগ্রহীদের ভারত গমন সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক চিঠিতে এ তথ্য জানায়।
তবে যেসব বাংলাদেশি ভারতে আছেন এবং যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তারা দেশে ফেরত যেতে পারবেন।
যদিও দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। এ ব্যাপারে কোনো নির্দেশনা জানানো হয়নি।
এদিকে, লালমনিরহাটের বুড়িমারী, ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতও বন্ধ রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি