টঙ্গীর অস্থায়ী কেমিক্যাল গোডাউন ঝুঁকিমুক্ত ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আজ (শনিবার) দুপুরে টঙ্গীর কাঁঠালদিয়ায় নতুন অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান শিল্পমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় ঘনবসতি বিবেচনা করে এই গোডাউনে নিরাপত্তার সকল ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সরকার শিল্পবান্ধব উল্লেখ করে তিনি আরো বলেন, সরকারি নীতির আলোকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬ একর জায়গার ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি