নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের আগুনে মো. অশরাফ ও রোজিনা নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন।
আজ (শনিবার) ভোরে কাঁচপুরের ভাড়া বাসায় রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালান গৃহবধূ রোজিনা।
এসময় পাইপের লিকেজ থেকে গ্যাসের চুলায় আগুন ধরে যায়। এতে রোজিনা ও তার স্বামী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এদের মধ্যে আশরাফের ৭৪ শতাংশ ও তার স্ত্রী রোজিনার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি