কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় এক নারীকে ও বরগুনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (রোববার) সকালে, কুষ্টিয়ার আলামপুর দাসপাড়ায় শিশু মুক্তা রানী দাস হত্যা মামলায় তার চাচী শাপলা রানী দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী মুক্তাকে শ্বাসরোধ করে হত্যা করে শাপলা। এ ঘটনায় মুক্তার দাদা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেয়া হয়।
এদিকে, বরগুনায় অস্ত্র মামলায় সজিব খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন। একই সঙ্গে অস্ত্র আইনের অন্য একটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি