সিরাজগঞ্জের সলঙ্গা, মুন্সীগঞ্জের শ্রীনগর ও জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকালে, সিরাজগঞ্জের সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হন।
হাটিকুমরল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মাছভর্তি নসিমনটি হাটিকুমরুল আড়তে আসার পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপের একজন ও নসিমনে থাকা এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে।
এদিকে, জয়পুরহাটে ভটভটি উল্টে আবু তালেব ও রাজু মিয়া নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি