নাটোরে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ (শনিবার) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রাজশাহীর গোদাগাড়ি থেকে জামালপুরে হেরোইনের চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাটোর জেলা পুলিশ শহরের বড় হরিশপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী শুরু করে।
এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১৫টি পলিথিনের প্যাকেট থেকে এক কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা। এ সময় বেলাল উদ্দিন ও আব্দুল মান্নান নামে দু’জনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এ চক্রটি ভারত থেকে হেরোইন এনে বিভিন্ন জায়গায় পাচার করছিল বলেও জানান পুলিশ সুপার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি