করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতজুড়ে গণ কারফিউ জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বেনাপোল বন্দরের কাজকর্ম ও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক জানান, ভারতে গণকারফিউ জারি করায় সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
তবে আগামীকাল থেকে এ কার্যক্রম পুনরায় চালু হওয়ায় কথা রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি