জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শেরপুর, কুষ্টিয়া, দিনাজপুরের বিরামপুর ও মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে তিনদিনের জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, নালিতাবাড়ীর দক্ষিণ পলাশীকুড়া গ্রামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
গতকাল রাতে বাড়িতে থাকা অবস্থায় মারা যান। এরপর থেকে ওই বাড়িসহ আশপাশের দশটি বাড়ির লোকজনের চলাচলে বিধিনিষেধ জারি করে স্থানীয় প্রশাসন।
এদিকে, কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ওই ইজিবাইক চালক গত তিনদিন ধরে শ্বাসকষ্ট, সর্দি ও গলাব্যাথা রোগে ভুগছিলেন।
এছাড়া দিনাজপুরের বিরামপুর ও মুন্সীগঞ্জে মারা গেছেন আরও দু’জন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি