সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের পর এবার মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক বলেন, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি