সরকারি হট লাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ায় নাটোরের লালপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারপিটের ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি জানান, আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়েন।
গণমাধ্যমের থেকে জানতে পেরে গত ১০ এপ্রিল ৩৩৩-তে ফোন করে খাদ্য সহায়তা চান। এর দুইদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এ ঘটনায় গত ১৫ এপ্রিল তিনি তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি