করোনাভাইরাসের বিরুদ্ধে ঘরে থেকেই সংগ্রাম হোক এবারের মুজিবনগর দিবসের শপথ, এমন আহ্বান জানিয়েছেন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। ভোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবসটি উদযাপন করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের ন্যায় আমাদের মাতৃভূমি বাংলাদেশ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত।
যার ফলে এবার সরকারি সব অনুষ্ঠান অত্যন্ত সীমিত করা হয়েছে। অনুষ্ঠানে জাতির পিতা, জাতীয় চার নেতাসহ ৭১-এর শপথ গ্রহণ অনুষ্ঠানের সবাইকে স্মরণ করেন তিনি। ভোরে পুলিশের ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এসএম মুরাদ আলী স্মৃতিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি