করোনাভাইরাস প্রতিরোধে বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিকেল থেকে তা কার্যকর হয়।
সকালে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ ঘোষণা দেন। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, লকডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে কোনো যানবাহন চলাচল করবে না।
বগুড়া জেলার কোনো মানুষ আরেক জেলায় যেতে পারবে না। এছাড়া কেউ বগুড়া জেলায় প্রবেশ করবে না। তবে জরুরি পরিসেবা চালু থাকবে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। বগুড়ার আদমদীঘি উপজেলায় ফের দু’জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি