করোনা রোগী শনাক্ত করতে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার প্রথম সরকারি পিসিআর ল্যাব। জেলাজুড়ে নমুনা সংগ্রহ করার ২৪ ঘণ্টায় পাওয়া যাবে করোনার ফলাফল।
একদিনে সর্বোচ্চ ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে এ ল্যাবে। আজ (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ল্যাবটি উদ্বোধন করেন। এ সময় সেলিম ওসমান বলেন, সাধারণ সর্দি, কাশি হলেই হাসপাতালে ভিড় করবেন না।
করোনার পর্যাপ্ত উপসর্গ এবং সংস্পর্শে আসার সম্ভাবনা থাকলেই কেবল করোনা পরীক্ষা করতে আসবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি