টানা দেড় মাস পর সরকারি নির্দেশনা মেনে নাটোরে খুলতে শুরু করেছে দোকান পাট ও বিপণিবিতানগুলো। আর প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি দোকানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে কড়া নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন।
সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও বিপণিবিতানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে একাধিক টিম। নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, যে সব শর্তে সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখার সরকারি নির্দেশনা দেয়া হয়েছে, তা ব্যবসায়ীরা মানছেন কিনা মনিটরিং করা হচ্ছে। এ সংক্রান্ত নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।