নাটোরে শুরু হয়েছে ‘কৃষকের বাজার’। কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনায় ও নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর শহরের পুরাতন বাস টার্মিনালে এ বাজারের উদ্বোধন করা হয়েছে।
আজ (শুক্রবার) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সরাসরি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এ বাজারে বিক্রি করতে পারবেন।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য এই কৃষকের বাজার। আশা করা হচ্ছে, কৃষকরা এখান থেকে ন্যায্যমূল্য পাবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি