করোনাভাইরাস মোকাবিলার পাশাপাশি সরকার দেশের ভবিষ্যতের অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে লকডাউন শিথিল করেছে বলে মন্তব্য করেছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ (শনিবার) সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু বাংলাদেশে এখনো সে রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছেন। বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবুসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি