আজ মঙ্গলবার (২ জুন) সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদরে ৬৩ জন, কালিয়াকৈরে ৭ জন, কালীগঞ্জে ৪ জন, শ্রীপুরে ১৩ জন ও কাপাসিয়ায় ৫ জন।
এ নিয়ে মোট শনাক্তের এক হাজার ৩৪০ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৩২ জন, কালীগঞ্জের ১৪৪ জন, কাপাসিয়ার ৯৬ জন, শ্রীপুরের ৯৩ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলিয়ে ৮৭৫ জন। করোনাভাইরাসের সংক্রমণে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ২৮০ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি