সুনামগঞ্জে আউট সোর্সিংয়ের নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের দরপত্র জমা দেয়া নিয়ে আউট সোর্সিংয়ের পুরাতন স্বাস্থ্যকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ (রোববার) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগে কর্মরত ২৩৪ কর্মচারী ১১ মাস ধরে বেতন পাচ্ছেন না।
এ অবস্থায় দুপুরে একই পদে নতুন মেয়াদে লোক নিয়োগের জন্য নিয়োগের দরপত্র জমা দেবার সময় পুরাতন কর্মীরা বাধা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশের লাটিচার্জে ১০ জন আউটসোর্সিং’র স্বাস্থ্যকর্মী আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৮ আউটসোর্সিং কর্মীকে তাদের হেফাজতে নিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি